নিজস্ব প্রতিবেদক.
কাগজপত্র ছাড়াই কাজ করে আসছে এমন একটি ইটভাটাকে গুড়িয়ে দিলো নবাবগঞ্জ উপজলো প্রশাসন। নবাবগঞ্জের মাইলাইল এলাকায় অবস্থিত জান্নাত ব্রিকস কোম্পানী (জেবিসি) ভাটাকে ইট পোড়ানো বন্ধসহ সব ধরনের কাজ নিষেধ করা হয়েছে। সোমবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আসিফ রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
জানা গেছে, মাইলাইল এলাকার মো. পিন্টুর ইটভাটায় পরিবেশ আইন অমান্য করে চিনের চিমনী দিয়েই ইট তৈরীর কাজ করে আসছিলো। খবর পেয়ে উপজেলা প্রশাসন তাঁকে একাধিকবার সর্তক করে। কিন্তু এতে তিনি সংশোধন না হওয়া সোমবার দুপুরে ফায়ার সার্ভিসসহ সেখানে গিয়ে ভাটার সব কাজ বন্ধ করে দেয়া হয়। এসময় চিমনীগুলোও এক্সকেভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানায়, নবাবগঞ্জের কয়েকটি অঞ্চলে প্রায় ২৫টি ইটভাটা রয়েছে। বেশীর ভাগ তাদের কাগজপত্রের জন্য আবেদন করলেও অনুমোদন নেই। এভাবে অনিয়ম করে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইট ভাটা আইনের লঙ্গন করছে। তাই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি তাজুল ইসলাম বলেন, কাগজপত্র নবায়নের জন্য স্ব স্ব দপ্তরে অবেদন করা হয়েছে। কিন্তু যথাসময়ে না দেয়াতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসন ও পরিবেশ তাঁেদর এ কথা মানছে না। এর আগে পরিবেশে অধিদপ্তর নবাবগঞ্জের ৫ইটভাটাকে ৫৪ লাখ টাকা জরিমানা করে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, বার বার সর্তক করার পরেও তারা কোনো আইন মানছে না। পরিবেশ দূষণ ঘটানো টিনের চিমনী এলাউ না। তাই এ ভাটার কাজ বন্ধ করে ভেঙ্গে দেয়া হয়েছে।