দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাজার মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। রবিবার সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। জানা গেছে, অভিযানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে ৬ জনকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে এস এম ফয়েজ উদ্দিন বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।