দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয়ে জুলহাস রহমান নামে এক ব্যক্তি নিজেই আলট্রা লাইট বিমান তৈরি করে আকাশে উড়িয়েছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সে। তার উদ্ভাবনে খুশি হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের উপস্থিতিতে উপজেলার জাফরগঞ্জ যমুনার পাড়ে এ উড্ডয়ন দেখতে উৎসুক জনতার ঢল নামে। জুলহাস রহমান (২৮) তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক আব্দুল জলিল মোল্লার ছেলে। জানা গেছে, পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে জুলসাহ পঞ্চম। সংসারে অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমানে তিনি ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজের পাশাপাশি চার বছরের চেষ্টায় নিজেই অলট্রা লাইট বিমান তৈরি করেন। যা দেখতে যমুনার পাড়ে হাজারো দর্শনার্থী ভির জমায়। গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে জুলহাস জানায়, পেশায় তিনি একজন ইলেক্ট্রিশিয়ান। ফায়ার এলার্মের চাকরির পাশাপাশি চার বছর ধরে তিনি বিমান তৈরি করে আকাশে উড়ানোর চেষ্টা করছেন। শখের বসে প্রায় ৩ বছর পূর্বে একটি খেলনা বিমান তৈরি করে আকাশে উড়িয়ে ছিলেন তিনি। সেই থেকেই তার ইচ্ছে হয় মনুষ্যবাহী বিমান তৈরির। দীর্ঘ কয়েকবছর প্রচেষ্টার পর কোনো প্রশিক্ষণ ছাড়াই বিমানটি আকাশে উড়িয়েছেন। বিমানটি তৈরিতে দেড় লাখ টাকা খরচ হলেও এটার পেছনে বিভিন্ন গবেষণায় চার বছরে তার সাত থেকে আট লাখ টাকা খরচ হয়েছে। মানিকদগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, এমন উদ্ভাবনী কার্যক্রম তিনি অভিভূত। বিষয়টি ভাষায় প্রকাশ করা মতো না। তাকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে। এই প্রযুক্তি বিকাশে প্রশাসন তার পাশে থাকবে।