দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দুটি মামলা হয়েছে। এঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বান্দুরা এলাকায় ৫বছরের শিশু ও বাহ্রা ইউনিয়নের শুভরিয়ায় ৮ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর বাবা ও শিশুর মা বাদী হয়ে সোমবার রাতে পৃথক দুটি মামলা করেছে। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোাগে মো. হাকিম (২৫ কে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
মামলার বিবরণে জানা গেছে, শুভরিয়া এলাকার হাকিম ওই মাদ্রাসা ছাত্রীকে গত ২০ ফেব্রুয়ারী বাড়িতে ফেরার পথে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তাঁর ডাকচিৎকারে লোকজন এগিয়ে আসলে বখাটে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয় কিছু লোক মিমাংসা করার কথা বলে কাল ক্ষেপন করেছে বলে মামলা করতে এসে জানান ওই ছাত্রীর বাবা উজ্জল বেপারী। তবে গ্রাম্য শালিসীদের নাম বলতে চাননি তিনি।
এ দিকে বান্দুরা এলাকার শিশু শ্রেণীর (৫) বছরের শিশুকে ইয়ামিন নামে এক বখাটে গত ৫ মার্চ খালি বাসা থেকে ডেকে নিয়ে গোসল খানার ভেতরে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটি কান্না শুরু করলে ভয়ে পালিয়ে যায় ওই বখাটে। এ ঘটনায়তার মা ফাতেমা বেগম বাদী হয়ে মামলা করেছে। পরে গত রাতেই ইয়ামিনকে গ্রেফতার করে পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আজগর হোসেন বলেন, দুটি ঘটনায়ই পৃথক মামলা হয়েছে। দুটি মামলার আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।