নিজস্ব প্রতিনিধি.
নবাবগঞ্জ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে কাজ করতে এসে গ্রেপ্তার হলেন আওয়ামীলীগ নেতা ও দলিল লেখক রতন চন্দ্র বসাক। সে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। সোমবার বিকেল ৫টায় তাকে নবাবগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিস থেকে আটক করে পুলিশ। অন্য দিকে উপজেলার কোমরগঞ্জ এলাকা হতে সোমবার রাতে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানায়, আওয়ামীলীগ জয়কৃষ্ণপুর ইউনিয়ন সভাপতি রতন বসাক সোমবার দলিল লেখার কাজে উপজেলায় আসে। সংবাদ পেয়ে বিকেল ৫টায় পুলিশ তাঁকে আটক করে। পরে মামলার নথি খুজে দেখে তার নামে রাজনৈতিক মামলা রয়েছে। সে জুলাই আগষ্টে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় একটি মামলায় এজাহার নামীয় আসামী। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করে। তার বিরুদ্ধে এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে মানুষের জমি লিখে নেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
জয়কৃষ্ণপুর এলাকার বাসিন্দা মো. মিলন বলেন, দল ক্ষমতায় থাকাকালে রতন বসাক অনেকের জমি কম টাকায় নিজের নামে লিখে নিয়েছেন। গ্রাম্য সালিশীতে একক প্রভাব বিস্তার করতো। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না।
অপরদিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মিরাজ মোল্লাকে কোমরগঞ্জ এলাকা থেকে রাতে গ্রেপ্তার করে। সে উপজেলার চুড়াইন ই্উনিয়নের সোনাতলা গ্রামের হামিদ মোল্লার ছেলে। তাঁকে রাতের আধাঁরে ফসলী জমির মাটি বিক্রির সময় মাহেন্দ্র গাড়ীসহ আটক করে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এদেরকে গ্রেপ্তার করে সুর্নিদিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।