দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টা ক্ষেত থেকে আবুল হোসেন(৪৮) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(১১ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা ২ নং ওয়ার্ডের দক্ষিন আজিমপুর এলাকার রিয়াজুলের ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন ঐ এলাকার মৃত হাসেমের পুত্র। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। এর মধ্যে সোমবার থানায় জিডি করেন। পরদিন মঙ্গলবার বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে স্থানীয়রা লাশ দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থল থেকে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে ও এম তৌফিক আজম বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌরসভার আজিমপুর এলাকার ভূট্টা ক্ষেত থেকে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে পরিকল্পিতভাবে আবুল হোসেনকে হত্যার পর মরদেহটি ভূট্টা ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এরইমধ্যে মরদেহে পঁচন ধরে গেছে। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।