দোহার (ঢাকা) প্রতিনিধি.
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও সারাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের ঘটনায় অপরাধী সকল ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দল। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার করম আলীর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়পাড়া কালেমা চত্বরে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোহার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা রাহিম শিলা।
এসময় বক্তারা বলেন, সারাদেশে যে সকল শিশু নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের দ্রুত বিচারে ফাঁসি দিতে হবে। তারা আরও বলেন, স্বাধীন দেশে কোনো অন্যায় অবিচার আর মেনে নেয়া হবে না।
মিছিলে অংশ নেয় দোহার উপজেলা ও ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের কার্মীরা।