নিজস্ব প্রতিনিধি.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দোহারের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব দোহারের (DUSAD) উদ্যোগে বার্ষিক ইফতার ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহম্মদ শামসউল হক ভবনে এই অনুষ্ঠানটি ব্যাপক পরিসরে আয়োজিত হয়।
ডুসাডের সভাপতি জুবায়ের আল আবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ডুসাডের অনুষ্ঠানে দোহারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন নিয়মিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মনির হোসেন রানা (সুপ্রিম কোর্টের আইনজীবী), মোহাম্মদ শাহজাহান (যুগ্ম পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা), মো. গোলাম মোস্তফা (মহাব্যবস্থাপক, হিসাব বিভাগ, বিসিআইসি), আবুল মহসীন চোকদার (অধ্যাপক, ঢাকা কলেজ), মোহাম্মদ ফরিদ হোসেন, ইঞ্জিনিয়ার এম. এ.খান সোহেল, মো. মহিউদ্দিন(উপাধ্যক্ষ, তিতুমীর কলেজ), মো. আইয়ুব আলী, আবু মুহাম্মদ নুরুল হায়াত টুটুল (উপপরিচালক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ), মো. কাওছার হামিদ (উপপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরো), মো. নুরুল ইসলাম তানিম, ওমর ফারুক বিন আফছার, কামরুল হাসান, মো. রাসেল আহমেদ -সহ শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, আইনজীবী, সাংবাদিকসহ নানা পেশায় নিয়োজিত ঢাকার দোহার উপজেলার সূর্যসন্তানেরা। তারা ডুসাডের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা প্রকাশ করেন।
ডুসাড কর্তৃপক্ষ সকল সদস্যের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতে আরও নবীন শিক্ষার্থীদের দোহার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে উদ্বুদ্ধ করার জন্য দোহারের বিভিন্ন স্কুল, কলেজ গুলোতে মোটিভেশনাল সেমিনার আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।