দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে ঘুষ-দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে ইউনিয়ন পরিষদের (সচিব) প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টায় সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়ন পরিষদের (সচিব) প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুরুল হক ভূইয়ার বিরুদ্ধে এ মানববন্ধন করেন। শায়েস্তা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক গাজী ইউনুছ আলী, শায়েস্তা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল ওহাব বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুন্নাফ, শায়েস্তা ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি মাহফুজ হাসান সিয়াম, সায়েস্তা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য মহিদুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুলাইমান বিকাশ, ৪ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম, সিংগাইর উপজেলা যুবদলের আশরাফুল ইসলাম দিপু, ইউনিয়ন যুবদল নেতা রাজিব খান, ভুক্তভোগী আব্দুল গফুর ও মো. সুরুজ প্রমূখ। বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের অঙ্গীকারনামা, প্রত্যয়নপত্র, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় সনদ-কাগজপত্রাদি প্রাপ্তির ক্ষেত্রে নির্ধারিত হারে ঘুষ নিয়ে থাকে প্রশাসনিক কর্মকর্তা সচিব মনজুরুল হক। তার দাবিকৃত ঘুষ দিতে অস্বীকৃতি জানালে নানা অযুহাতে টালবাহানা শুরু করেন। পরে নিরুপায় হয়ে ঘুষ দিয়ে সেবা নেন। বক্তারা অভিযোগ করে আরো বলেন, ‘সায়েস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরল হক পরিষদে যোগদানের পর থেকেই ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। ঘুষ না দিলে তিনি নানাভাবে মানুষকে হয়রানি করেন।’ অভিযুক্ত সচিবের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান স্থানীয়রা। এ বিষয়ে শায়েস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনজুরুল হক ভূঁইয়ার মুঠোফোনে কল দিলে তার স্ত্রী রিসিভ করেন। তিনি বলেন আমার স্বামী ষড়যন্ত্রের শিকার।