দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জয়পাড়া সেন্টার সীফ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওরানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন। এসময় অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠণের নেতাকর্মীরা।
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দোহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠণটির দোহার উপজেলা শাখার সহ-সভাপতি মুফিদুল ইসলাম, সম্পাদক সংগঠক বিভাগ আলী আহাম্মদ মাদবর, সম্পাদক প্রচার ও প্রকাশনা বিভাগ মো. রাসেল।
এছাড়া আন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামের বিলাসপুর ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ডা. হাফিজুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দোহার উপজেলার সাধারন সম্পাদক আব্দুল মালেক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোহার উপজেলার সদস্য সচিব শহিদুল ইসলাম, মুজাহিদ কমিটির নেতা ফিরোজ খান কাসেমীসহ আরও অনেকে।