দোহার (ঢাকা) প্রতিনিধি.
নবাবগঞ্জে ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি সিএনজি চালক নাজিম খানের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নে দৌলতপুর এলাকায় এঘটনায় ঘটে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত নাজিমকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে বাসার বাহিরে খেলার সময় প্রতিবেশি নাজিম খান শিশুটিকে খেলনা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাসায় নিয়ে ধর্ষণ করেন। অসুস্থ হয়ে শিশুটি বাসায় ফিরে এসে কান্না করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা গুরুতর থাকায় তাঁকে ঢাকা মিডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, রাতেই শিশুটির দাদী ছকিনা বেগম আটক নাজিম খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নাজিম খান দৌলতপুর গ্রামের মৃত ইমান খানের ছেলে।
ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দোহার-নবাবগঞ্জের সর্বস্থরের ছাত্র জনতা। বাগমারা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নবাবগঞ্জের চৌরঙ্গী গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা, দ্রুত ধর্ষকের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারের সমালোচনাও করেন তারা। এসময় ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান ছাত্র জনতা।