স্টাফ রিপোর্টারঃ
দোহার- নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টের গ্র্যান্ড হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দোহার ও নবাবগঞ্জের চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সরকারি- বেসরকারি কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ইফতার মাহফিল যেন দোহার নবাবগঞ্জের নবীন প্রবীণের মিলনমেলায় পরিণত হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাশিম মোল্লার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড.আবুল হোসেন খন্দকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. কবিরুল বাশার, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম, সংগঠনের সাধারণত সম্পাদক ড. হরগোবিন্দ সরকার অনুপ, সংগঠনের সহ-সভাপতি এম এ খান সোহেল, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনিরুজ্জামান ভূইয়া (মুক্তি), ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. শাহজাহান শিকদার, ব্যাংকার মো. খালেদ বিন ওয়াহিদ কনক, দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন (ঢাকা-১ ও ২) পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মো. হুমায়ূন কবীর।
বক্তৃতাকালে সাবেক জেলা জজ ড. আবুল হোসেন খন্দকার বলেন, দোহার- নবাবগঞ্জ পেশাজীবী পরিষদকে রাজনীতির ঊর্ধে রাখতে হবে। এখানে যেন সব দল মতের মানুষের মিলন মেলা হয়। আমরা যেন অন্তত বছরের কয়েকটি দিন একত্রিত হতে পারি । তিনি সবাইকে যার যার অবস্থান থেকে দোহার ও নবগঞ্জের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। তিনি বলেন, দোহার -নবাবগঞ্জ দুটি সুন্দর ও মনোরম উপজেলা। তাই প্রশাসন ও রাজনীতিবিদদের কাছে আমাদের আহ্বান, দখলবাজ ও চাঁদাবাজমুক্ত নবাবগঞ্জ গঠন করার। পরে সংগঠনের সভাপতি প্রকৌশালী সেলিম মিয়া ও সাংগঠনিক রাশিম মোল্লা সংগঠনের লক্ষ্য – উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন দোহার- নবাবগঞ্জ নাগরিক সমাজের আহবায়ক মো. আইয়ুব হোসেন, সংগঠনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মেজবাহ উদ্দিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোতাহারুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।