দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের লটাখোলা করম আলীর মোড়ে অবস্থিত ডিএন মেডিকেল সার্ভিসেস এর বিরুদ্ধে ভুল রিপোর্টের অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার সুতারাপাড়া এলাকার মো.রাসেল নামে এক রোগীর রিপোর্টে এমন ভুল তথ্য আসে বলে অভিযোগ করেন তিনি।
ভূক্তভোগী মো.রাসেল জানান, তার শারীরিক সমস্যা নিয়ে ডিএন মেডিকেল সার্ভিসেস এ গেলে সেখানে তাকে ম্যালেরিয়া পরিক্ষা দিলে রিপোর্টে ম্যালেরিয়া পজিটিভ আসে। এসময় পার্শ্ববর্তী জয়পাড়া ক্লিনিকে পরিক্ষা করলে সেখানে নেগেটিভ আসে। রাসেল বলেন, বিষয়টি কতৃপক্ষকে জানালে তারা জানান যদি নবাবগঞ্জের মুক্তি ক্লিনিকে পরিক্ষা করে রেজাল্ট নেগেটিভ আসে তবে তারা টাকা ফেরৎ দিবেন। কিছুক্ষণ পর নবাবগঞ্জে মুক্তি ক্লিনিকে গিয়ে পরিক্ষা করলে সেখানেও ম্যালেরিয়া রিপোর্ট নেগেটিভ আসে। এসময় তার পরিক্ষা নিরিক্ষার টাকা ফেরত দেয় ডিএন মেডিকেল সার্ভিসেস কতৃপক্ষ ।
রাসেল অভিযোগ করে বলেন, এমন একটি হাসপাতালে আজ হয়রানী হতে হলো। পরবর্তীতে এমন ভুল রিপোর্টে অন্য রোগীদের আরও বড় ক্ষতি হতে পারে। এবিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি।
এব্যাপারে ডিএন মেডিকেল সার্ভিসেস এর রিসিপশনে কথা হলে তারা পরিচালকদের মোবাইল নাম্বার দিতে অপারগতা প্রকাশ করেন। পরে সেখানে দায়িত্বে থাকা সাইফ নামে এক ব্যক্তি প্রতিবেদককে আগামীকাল সকালে অফিস চলাকালীন সময়ে কথা বলে কতৃপক্ষের মোবাইল নাম্বার দিত চান।
ঘটনার বিষয়ে ডিএন মেডিকেল সার্ভিসেস এর চেয়ারম্যান করম আলী বলেন, আমাদের পরিক্ষা নিরিক্ষার ঐ ডিভাইসের টেমপার না থাকায় এমনটি হয়েছে। আমরা রোগীর টাকা ফেরত দিয়ে দিয়েছি।
এবিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এঘটনায় কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।