নিজস্ব প্রতিবেদক.
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে।
শবিবার (২২ মার্চ) ঢাকার কেরানীগঞ্জে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মধ্যে নিজ হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য শামীমা রাহিম শিলা। আন্দোলনে শহীদ রিয়াজের বাবা ছোট ভাওয়াল তারানগর ইউনিয়নের মোঃ আশাব উদ্দিন, আন্দোলনে শহীদ নাদিমুল হাসান এলেম এর বাবা চর-কালিগঞ্জ, রউফ নগর, শুভাঢ্যায় শাহ আলম ও শহীদ মোঃ রায়হান এর বাবা পূর্ব চড়াইল, কালিন্দীতে মোঃ সালাউদ্দিন ও তাদের পরিবারের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় শামীমা রাহিম শিলা আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, ‘দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আপনার ছেলে জীবন দিয়েছেন। তাঁর কাছে জাতি চির কৃতজ্ঞ। এই বীরাঙ্গনা পরিবারের হাতে আমরা ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেদের গৌরবান্বিত বোধ করছি।
তিনি আরও বলেন , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ উপহার পোঁছে দিচ্ছি। সারাদেশে সাড়ে ৮০০ পরিবারকে এ উপহার দেওয়া হবে। তিনি আরো বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের চিকিৎসকরা এরই মধ্যে আহতদের সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।
দেশকে স্বৈরাচার মুক্ত করার এই আন্দোলনের সকল শহীদ পরিবারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।