নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে শিকারীপাড়া তাড়াশংকর কালীশংকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শিক্ষানুরাগী আবু শফিক খন্দকার মাসুদ। বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।
নবনির্বাচিত সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ যেসব নানাবিধ সমস্যা তা দ্রুত নিরসনকল্পে কাজ করে যাব। সর্বোচ্চ চেস্টা করবো বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে। নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করি। এছাড়া বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি হিসেবে মোহাম্মদ জসিম উদ্দিন ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মাসুদ হোসেন নির্বাচিত হয়েছেন। এডহক কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাইনউদ্দিন ইসলাম বাদল, শিক্ষক প্রতিনিধি মো. জসিম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মাসুদ হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, ডিএন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমন মৃধা সহ আরো অনেকে।