নিজস্ব প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় ঈদ উল ফিতর উপলক্ষে চার হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বানাঘাটা এলাকায় তানভীর কনষ্ট্রাকশন লিমিটেডের কর্ণধার তানভীর আহমেদ সানু’র নিজ বাড়ীতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পরে বিকেলে লটাখোলা বেদে পল্লীতে ১৭০ পরিবারের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়।
তানভীর আহমেদ সানু মোল্লার বলেন সমাজের স্বচ্ছল ও বিত্তশালী ব্যক্তিদেরকে অসহায় দুঃস্থ ও গরিব মানুষদের পাশে দাঁড়াতে হবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। তাই প্রতিবছরের ন্যায় এবারও আমরা অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছি। ভবিষ্যতের এর ধারবাহিকতা অব্যাহত থাকবে।
টিসিএল এগ্রো গ্রুপের চেয়ারম্যান পারভীন আক্তার বলেন, প্রতিবছরই আমরা আমাদের উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে তুলে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে আসছি।
ঈদ উপহার হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পঙ্গু আবুল কালাম বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই আজ আমরা লুঙ্গি পাইছি। ঈদটা এইবার আমাগো ভালই কাটবো।
এবিষয়ে কথা হয় বেদে কন্যা জোঁনাকির সাথে। জোঁনাকি জানান, সাঁপ খেলা দেখাইয়া এহন আর ট্যাহা পাওন যায় না। স্বামী রতন কাগজ টোকায়, তাই দিয়া কোন রকম চলে। সানু মোল্লার ঈদ উপহার পাইয়া আমরা সবাই খুশি।