নিজস্ব প্রতিনিধি.
ঢাকার দোহারের নারিশা ইউনিয়নে রাতের আধারে ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌছে দিয়েছে অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক সংগঠন ‘মানবতার সেবায় আমরা ২০২০’। প্রতিষ্ঠানের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেন সংগঠণের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো: সোহেল বেপারী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ সংগঠণের অন্যান্য কর্মীরা।
“ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে’ এই স্লোগানে গত ২৭ ও ২৮ মার্চ নিজেদের ঈদের অর্থ বাচিয়ে নারিশা ইউনিয়ন প্রায় অর্ধশতাধিক পরিবার মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উপহার হিসেবে বিতরনকৃত নিত্য প্রয়োজনীয় পন্যের মধ্যে রয়েছে লাচ্চি সেমাই, বাংলা সেমাই, চিনি,নুডুলস, তেল,পিয়াজ, আলু ইত্যাদি
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো: সোহেল বেপারী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন রানা, সহ-সভাপতি মোস্তাফিজ রহমান, দপ্তর সম্পাদক আশরাফুল, সহ-দপ্তর সম্পাদক মারুফ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাহিদ রাতুল, এবং মাদক ও দূর্নীতি বিষয়ক সম্পাদক ফাহাদ। এছাড়া তরুন স্বেচ্ছাসেবক হিসেবে আরও উপস্থিত ছিলেন মাইনদ্দিন, ইমন ও রবিন।