সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় একঝাক তরুণদের সমন্নয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “সুন্দরীপাড়া সমাজ কল্যাণ সংগঠন” এর উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুন্দরীপাড়া এলাকার প্রায় দেড় শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে দিনব্যাপী সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৭ প্রকার নিত্য প্রয়োজনীয় পন্যের সমাহার নিয়ে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সদস্যরা বলেন, সারা দেশে যদি এমন ১০ টাকার বাজারের উদ্যোগ নেওয়া হয় তবে ধনী-গরীব ও নিম্ন আয়ের মানুষের মাঝে বৈষম্য কমে আসবে, ফলে সমাজ, দেশ, তথা রাষ্ট্রের মধ্যে বৈষম্য থাকবে না।
বিগত ৪ বছর যাবত সুন্দরীপাড়া এলাকায় এই ১০ টাকার বাজারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে এভাবেই ঈদ সামগ্রী উপহার বিতরণ করে যাচ্ছে সংগঠনটি। আগামীতেও এর ধারবাহিকতা থাকবে বলে জানান তারা।
এই কার্যক্রমে পাশে থেকে দেশ ও বিদেশ থেকে যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা।
অনুষ্ঠানে “সুন্দরীপাড়া সমাজ কল্যাণ সংগঠন” এর সকল প্রতিষ্ঠাতা সদস্যসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।