নিজস্ব প্রতিনিধি.
ঢাকার দোহারের পশ্চিম সুতারপাড়া এলাকায় রাতের আধারে বসতবাড়িতে ঢুকে দেয়াল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে শেখ করম আলীর বাড়িতে এঘটনা ঘটে।
ভুক্তভোগী রুপা ও আসমা আক্তার জানান, দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী আমেনা বেগম, শাওন, আরিফ, পিঞ্জু ও মাহফুজদের সাথে বিরোধ চলছিলো। এনিয়ে মামলার তিনটি রায় পক্ষে থাকলেও দেয়াল তুলতে বাধা দেয় শাওন গংরা।
এর প্রেক্ষিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে আমেনা বেগম, শাওন, আরিফ ও মাহফুজের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে অজ্ঞাত আরও ১৫-২০ জন সন্ত্রাসী দিয়ে তাদের দেয়াল ভেঙ্গে দেয়। ভুক্তভোগী রুপা জানান, ঘটনার কিছক্ষণ আগে তাদের বাড়ির প্রতিটি দরজায় শীকল দিয়ে ও বৈদ্যতিক লাইট খুলে নেয়া হয়। এসময় জরুরী সেবা ত্রিপল নাইনে ফোন দিয়েও তাৎক্ষনিক পুলিশের কোন সহায়তা পাননি। পরে সকাল ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে দোহার থানা পুলিশ।
এবিষয়ে অভিযুক্ত শাওন ও মাহফুজদের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা জানান, এর আগে হামলার ঘটনা ধামাচাঁপা দিতে এমন ঘটনা ঘটানো হয়েছে। অপর অভিযুক্ত মো.আরিফ বলেন, রাতে কারা হামলা করেছে আমরা কিছ্ইু জানিনা।
এবিষয়ে দোহার থানার পুলিশ পরির্দশক মো. মাহাতাব বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।