নিজস্ব প্রতিনিধি:
দোহারের কার্তিকপুর বাজারে “ক্যাফে প্যারাডাইস” নামে রুচিশীল ও মানসম্মত রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার বিকেলে কার্তিকপুর বাজারের মৈনট মেইন রোডে দোয়া ও ইফতারের আয়োজনের মধ্যে দিয়ে এই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্টের পরিচালক মো. সুজন জানান, মৈনটঘাটে অনেক দর্শনার্থীরা আসেন বেড়াতে অথচ আমাদের এখানে রুচিশীল স্বাস্থ্যসম্মত খাবারের রেস্টুরেন্ট নেই। তাই আমরা চার বন্ধু মো. হোসেন, সবুজ ও মো. ইজাজ ভোজন প্রেমিদের কথা চিন্তা করে শীতাতপ নিয়ন্ত্রিত মানসম্মত খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে ক্যাফে প্যারাডাইস রেস্টুরেন্টের উদ্বোধন করি। আশা করি আমরা ভোজন প্রেমিদের রুচিসম্মত খাবার পৌঁছে দিতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান পান্নু, আব্দুল ওহাব দোহারী, এ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, মো. মাসুম আলী খান, তোফাজ্জল শিকদার সহ আরো অনেকে।