দোহার (ঢাকা) প্রতিনিধি.
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার প্রদিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জণগণ। সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলার লটাখোলা করম আলীর মোর থেকে দোহারের সর্বস্থতরের জণগনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ত প্রদক্ষিণ করে জয়পাড়া কালেমা চত্তরে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় ফিলিস্তিনে নিরিহ মানুষ হত্যা অবিলম্বে বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। এছাড়া উপজেলার মেঘুলা জয়পাড়াসহ আরও বেশ কয়েকট স্থানে বিক্ষোভ মিছিল করেছে নানা শ্রেণি পেশার মানুষ।