ঢাকার দোহার উপজেলায় ফারুক আহমেদ নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে যখম করেছে দুবৃত্তরা। শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে একটি ধারালো ছুড়ি উদ্ধার করেছেন। আহত ফারুক আহমেদ দোহারের দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়া এলাকার মৃত আলী হোসেন এর ছেলে ও দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের ভাতিজি জামাই। সে দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফারুক আহমেদ উপজেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তার নিজ বাড়ি দক্ষিণ জয়পাড়া পশু হাসপাতালের সামনে যাচ্ছিল। এ সময় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের সড়কে যেতেই আগ থেকে ওত পেতে থাকা তিন জন যুবক পেছুন থেকে অতর্কিতভাবে হামলা করে তাকে এলোপাথারি ভাবে ছুরিকাঘাত করে। এ সময় ফারুক আহমেদ চিৎকার করলে দুবৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শিউলি আক্তার তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের নির্দ্দেশ দেন। এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত মোঃ নূর নবী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুড়ি উদ্ধার করেছি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।