দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের নয়াবাড়িতে বালু ব্যবসাকে কেন্দ্র করে মিরাজ (৩৫) নামে এক যুবককে হাত পা বেধে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত মিরাজ উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা এলাকার মতিয়ার রহমানের ছেলে।
আহত মিরাজের ভাই তুষার জানায়, নয়াবাড়িতে কয়েকবছর ধরে বালুর ব্যবসা করে আসছেন তারা। গত দুই মাস আগে স্থানীয় গৌতম ও সিবু নামে দুই ব্যক্তি তাদের বাণিজ্যিক জায়গা দখল করে ব্যবসা করতে চায়। এক পর্যায়ে বালু ফেলে দখলের চেষ্টা চালায়। এনিয়ে বাধা দিলে সোমবার রাতে মিরাজকে হত্যার উদ্দেশ্যে নয়াবাড়ি ইউনিয়নের দেওয়ান বাড়ির মোড়ে হাত পা বেধে বস্তায় ভরে নদীতে নিয়ে ফেলে দেয়ার চেষ্টা করে। এসময় ফিরোজের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে গৌতম ও সিবু সহ বাকিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত গৌতম বলেন, এব্যাপারে আমরা কিছুই জানিনা এবং ঘটনার সাথে আমরা জরিত নই। তিনি বলেন, আমি চাই সুষ্ঠু তদন্ত করে জরিতদের বিচার হোক।
এদিকে অপর অভিযুক্ত সিবু জানান, আমি এ ঘটনার সাথে কানো ভাবেই জরিত নই। বরং মিরাজের কাছে আমি এখোনো বালু বিক্রির টাকা পাই। তিনি আরও বলেন, হয়রানীর জন্য যদি আমাদের নাম দেয়া হয় তবে আসল অপরাধীর শাস্তি হবে না।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় জরিতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলাে প্রক্রিয়াধীন।