দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের জয়পাড়া দেবীনগর হাটে অবৈধভাবে ইজারার টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটের হাসিল ঘরে যুবদল ও শ্রমিকদলের বেশ কয়েকজন নেতাকর্মী টেবিলে বসে উত্তলন করছেন খাজনার টাকা। সেখানে ঐ টেবিলে ও আশেপাশে বসে থাকতে দেখা যায় যুবদল কর্মী তাজেল, যুবদল নেতা জাব্বার তালুকদার, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মাহাবুব শিকদার, আব্দুর রাজ্জাকসহ আরও বেশ কয়েকজন।
দুপুর তিনটা পর্যন্ত টাকা উত্তোলন শেষ হলে তারা চলে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার ক্যাম্পে দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি দল। এসময় খাজনা আদায়কারীদের তথ্য নিয়ে কাইকে না পেয়ে চলে আসেন তারা।
এব্যাপারে শ্রমিক দলের সাধারন সম্পাদক মাহাবুব শিকদারের কাছে জানতে চাইলে বলেন, তিনি একটি মিটিং এ আছেন, পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
যুবদল কর্মী মো.তাজেল বলেন, তিনি খাঁসি কিনতে গিয়েছিলেন তাই হাসিলের টেবিলে বসে ছিলেন।
এবিষয়ে আব্দুল জাব্বারের মোবাইলে একাধিক ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে নতুন বছরে দায়িত্ব পাওয়া ইজারাদার মো.মাসুম বলেন, আমরা ইজারা পেয়েছি। আগামী পহেলা বৈশাখ থেকে সরকার আমাদের হাটের ইজারার সকল কিছু আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিবেন। তিনি আরও বলেন, বর্তমানে কারা খাজনা তুলছেন আমি জানিনা। যদি অবৈধভাবে কেউ খাজনা উত্তলন করে প্রশাসনের উচিৎ ব্যবস্থা নেয়া।
এবিষয়ে দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, অবৈধভাবে খাজনা তোলার বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।