নিজস্ব প্রতিনিধি.
গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকার দোহারের পালামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তরুন সমাজ ও এলাকাবাসীর আয়োজন বাদ জুম্মা পালামগঞ্জ কেন্দ্রীয় শাহী মসজিদ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে পালামগঞ্জ ও রাইপাড়ার সর্বস্তরের জনগনের পাশাপাশি উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ সভাপতি তৌহিদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ও পালামগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মো: আজমির হোসেন, পালামগঞ্জ শাহী জামে মসজিদ এর সভাপতি আবু সায়েম পলাশ, রমজান মোল্লা, সাইফুর রহমান, আক্তার হোসেন, সারাফাত হাওলাদার, কাজী মাহবুবুর রহমান, লিটন বেপারী, সোহাগ বেপারী, কাজী শিহাব, ফাহাদসহ অত্র এলাকার সর্বস্তরের ফিলিস্তিনের পক্ষে মুক্তিকামি জনগন। আয়োজনে ছিলেন সাদ্দাম হোসেব, মাহফুজর রহমান, শিপন আহমেদ, সাব্বির, বাবু, জিসান সহ অনেকে।
র্যালি শেষে জনাব তৌহিদুর রহমান ইসরায়েলের প্রতি ধিক্কার জ্ঞাপণ করে ইসরাইলি পন্য বয়কটের আহ্ববান জানান এবং মহান আল্লাহর কাছে ফিলিস্তিন বাসির জন্য দোয়া কামনা করেন। প্রতিবাদ মিছিল ও সমাবেশের কর্মসূচি সঞ্চলনায় ছিলেন এ আর শিপন।