দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের মুকসুদপুর ইউনিয়নের দুবলি বাজার এলাকায় পুর্ব শত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির সাংগঠণিক সম্পাদক ফরিদ আকন্দ (৪৯) এর উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৮টার দিকে এঘটনা ঘটে। এসময় তার ছেলে সিফাত আকন্দ(২২) আহত হন। হামলার ঘটনায় ফরিদ আকন্দ বাদি হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে একই এলাকার ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক রঞ্জু খলিফাদের সাথে দলীয় বিরোধ চলছিলো। এনিয়ে বুধবার রাতে দুবলি বাজারে উভয় পক্ষের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ফরিদ আকন্দের ছেলে সিফাত আকন্দের মাথায় আঘাত করে রঞ্জু খলিফা। এতে বাধা দিলে পুর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ফরিদ আকন্দের উপর হামলা চালায় রঞ্জু খলিফা (৪৮) , সোহেল (২৫), আমজাদ খলিফা , হিরু চোকদার ( ৩৫)সহ আরও ৪/৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার কারে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হামলার বিষয়ে জানতে রঞ্জু খলিফার মোবাইলে একাধিক ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, ঘটনার পর আত্মগোপণে রয়েছেন আসামীরা।
এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।