দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার সময় তাদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মঈন উদ্দিন আহমেদ পিয়াস (২২), মো. রাফি সৃজন (১৮), আল আমিন খান তমাল (২২), মো. বাবুল হোসেন (৬০), মো. মীর মারুফ (২১), মীর আমিনুর (২৬), মো. মোশারফ হোসেন (৪৮) এবং সঞ্জিব ঘোষ (৪০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদেরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাত দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। আদালত শুনানির জন্য আগামী ২০শে এপ্রিল দিন নির্ধারণ করেছেন।
উল্লেখ্য, পহেলা বৈশাখ উদযাপনের জন্য শোভাযাত্রার মোটিফ তৈরিকে কেন্দ্র করে শিল্পী মানবেন্দ্র ঘোষ হুমকির মুখে পড়েন। মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। ওইদিন রাত আড়াইটার দিকে গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় তার বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।