দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
ও পজিটিভ রোগীর শরীরে বি পজিটিভ রক্ত পুশ করে তাকে ক্লিনিক্যালি হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। রবিবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে সচেতন নাগরিকের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা এ মন্তব্য করেন। পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইসহাকের সভাপতিত্বে ও সাইদুজ্জামান নূর আলভীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব নাহিদ মনির, আশরাফুল ইসলাম রাজু, খেলাফত মজলিসের নেতা ওমর ফারুক প্রমূখ। বক্তারা বলেন, ইচ্ছাকৃতভাবে বেল্লাল হোসেনকে ও’ পজিটিভ এর বদলে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করেছে ইন্টার্ন চিকিৎসক ও নার্স। এটা ভুল নয়; সরাসরি মেডিক্যালি হত্যা হত্যাকান্ড। জীবন বাঁচাতে এসে অপেশাদার ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের হাতে জীবন দিতে হলো তাকে।
ঘটনার সময়কার ডিউটি চিকিৎসক নুরজাহান ও ইন্টার্ন চিকিৎসক ঐশীকে দ্রুত চাকরি থেকে অপসারণের দাবি করেন তারা। বক্তারা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক আশরাফুল আলম ও মেডিসিন চিকিৎসক উজ্জ্বল মিয়াসহ একটি চক্রের বিরুদ্ধে নিয়মিত ডিউটি ফাঁকি দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী দেখার অভিযোগ তুলেন। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধন থেকে বক্তারা অনিয়ম, দুর্নীতি ও বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। অন্যথায় ছাত্র-জনতা রাজপথে নেমে আসবে বলে হুশিয়ারি দেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মেহরাব হোসাইন, নাসিম খান, আতিকুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন বিল্লাল হোসেনের শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করা হয়। এর কয়েক ঘন্টা পরই তিনি মারা যান। রোগী মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম বলেন, তদন্ত কমিটিকে তিন কর্ম দিবসে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিউটির সময় প্রাইভেট হাসপাতালে রোগী দেখার বিষয়ে ডাক্তার উজ্জ্বলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে ডা. আশরাফুল আলমের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।