দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসিন আহসান চৌধুরীর আদালত এই আদেশ দেন। পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি গোলাম মহিউদ্দিন। চলতি মাসের ৮তারিখ থেকে তিনি জেল হাজতে রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে ছিলেন, অ্যাডভোকেট বজলুর রহমান, মামলার বাদী অ্যাডভোকেট মুরাদ হোসেন, অ্যাডভোকেট মতিউর রহমান জাকা, দেলোয়ার হোসেন ও রেজাউল করিম রেজা প্রমূখ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা।