দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকার বাসিন্দারা তাদের দীর্ঘদিনের ব্যবহার করা একটি রাস্তা পুনরায় চালুর দাবিতে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। প্রায় ৩০০ জন গ্রামবাসী সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয়রা জানান, গোলড়া গ্রামের মানুষের চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা ছিল, যা তারাসিমা অ্যাপারেলস এবং পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামক দুটি শিল্পপ্রতিষ্ঠানের ভেতরের অংশ দিয়ে বিস্তৃত ছিল। সম্প্রতি শিল্পপ্রতিষ্ঠান দুটি রাস্তার প্রবেশমুখে প্রাচীর নির্মাণ করায় রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। গোলড়া গ্রামের বাসিন্দা লীমা আক্তার জানান, তার ছোট ছেলেকে এখন বিদ্যালয়ে যেতে দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে, যা সময় অপচয় করে। এছাড়াও, অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তারা অসুবিধায় পড়ছেন।
মুহিব্বুল্লাহ বলেন, এই রাস্তাটি তাদের বাজার, স্কুল ও হাসপাতালের নিকটবর্তী ছিল। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় এখন তাদের প্রায় দুই কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হচ্ছে। তারা প্রশাসনের কাছে এর স্থায়ী সমাধানের জন্য আবেদন জানান। এর আগে, গত ২৯ জানুয়ারি এলাকাবাসী একই দাবিতে সড়ক অবরোধ করলে প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেছিলেন। এবার তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিকেলে আন্দোলনকারীদের সাথে দেখা করে তাদের সমস্যার কথা শোনেন। তিনি বলেন, এলাকাবাসীর দুর্ভোগ সম্পর্কে প্রশাসন অবগত এবং রাস্তাটি পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে।
জেলা প্রশাসক আরও জানান, শীঘ্রই স্থানীয় বাসিন্দা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হবে, যার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করা সম্ভব হবে। জেলা প্রশাসকের এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত করেন।