দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার মেঘুলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার দুইমাস পর মৃত্যুবরণ করেন ঐ এলাকার নুরুল হক নামে এক ব্যক্তি। হামলার ঘটনায় গত ২৯ মার্চ তার ছেলে বাদি হয়ে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। পরে ৩০ মার্চ নুরুল ইসলাম দোহার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এনিয়ে মামলাটি পরে হত্যা মামলা হিসেবে রুজু করা হয়।
মামলার বাদি নিহতের ছেলে জাহিদুল ইসলাম জানান, মামলার ৫ আসামির মধ্যে দুইজন জামিনে আসলেও ধারা ছোয়ার বাইরে রয়েছে প্রধান আসামি রাসেলসহ বাকি আরও দুইজন। এদিকে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ জাহিদুল।
মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্থানীয় সিদ্দিক সারেং এর ছেলে রাসেল (৩৬) ও তার ভাই সাদিকুল(৪২) এর সাথে নুরুল ইসলামদের বিরোধ চলছিলো। গত বছর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিরোধের জেরে বাড়িতে প্রবেশ করে হামলা চালায় রাসেল, সাদিকুল,দিপু আক্তার ,সিয়াম ও লায়লাসহ আরও দুইতিনজন। পরে ঘটনার প্রায় দুইমাস পর মৃত্যুবরণ করেন নুরুল হক। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান নিহতের পরিবারের সদস্যরা।
দোহার থানা ওসি রেজাউল করিম বলেন, এই মামলার আসামিরা এখনো পলাতক রয়েছে। দুুুইজন জামিনে আসলেও প্রধান আাসামিসহ বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।