দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের মধ্যবানাঘাটা এলাকা হতে রাইয়ান নামে চার বছরের এক শিশু অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। রাইয়ান বানাঘাটা এলাকার উজ্জল মোল্লার ছেলে।
শিশুটির বাবা উজ্জল মোল্লা জানান, তার ছেলে আজ দুপুরে বাড়ির সামনে খেলা করছিলো এসময় মোটরসাইকেলে করে এক লোক রাইয়ানকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় রইয়ানের দাদা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে কিছুদূর গিয়ে একটি দোকানের সামনে রাইয়ানকে রেখে পালিয়ে যায় অপহরণকারী। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, গতকাল শনিবার একই এলাকায় আরও এক শিশুকে কৌশলে অপহণের চেষ্টা করে ব্যার্থ হয় অপহরণকারীরা।
এব্যাপারে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।