দোহার (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার হলের বাজারে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক মোঃ দলিল উদ্দিন ওরফে দলু (৪৭) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) উপজেলার পূব সুতারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারৃত দলু ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভদ্রকান্দা এলাকার মৃত হযরত আলীর ছেলে। দীর্ঘদিন ধরে দোহারের পূর্ব সুতারপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষিতা উপজেলার হলের বাজারে বিভিন্ন হোটেল ও চায়ের দোকানে ব্যবহারের জন্য বাজারের টিউবয়েল থেকে পানি সরবরাহ করতেন। যার বিনিময়ে দোকানদাররা তাকে টাকা-পঁয়সা ও খাবার দিতেন। কিন্তু গত ১/২ মাস পূর্ব হইতে ভিক্টিমের শারীরিক পরিবর্তন দেখতে পাওয়া গেলে তার পরিবারের লোকজন তাকে এর কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে জানায় সুতারপাড়া ইউনিয়নের হলের বাজার সাকিনস্থ মিঠুর মার্কেটে দলিল উদ্দিন দলু এর চায়ের দোকানের ভিতরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে আনুমানিক গত ২ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ৮টার দিকে এবং এর আগে ও পরে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পুলিশ আরও জানায়, এ ঘটনা জানার পর উপজেলার জয়পাড়া ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে ১৩ এপ্রিল ২০২৫ তারিখে তার পরিবারের লোকজন পরীক্ষা নিরীক্ষা করলে চিকিৎসক জানায়, তাহার গর্ভে ২৩ সপ্তাহ ০২ দিনের একটি বাচ্চা রয়েছে। এর প্রেক্ষিতে ধর্ষিতার মা বাদি হয়ে ধর্ষক দলিল উদ্দিন ওরফে দলুর নামে দোহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে বিষয়টিকে দোহার থানা পুলিশ সব্বোর্চ গুরত্ব দিয়ে আমলে নিয়ে তদন্তের মাধ্যমে ধর্ষক দলিল উদ্দিন দলুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক দলিল উদ্দিন দলুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।