দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারের সুতাপাড়া ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বার সাইফুন নাহার ইতি (৪০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। সে জয়পাড়া পাইলট ইচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম খান এর স্ত্রী। এছাড়া দোহার পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সাইফুন নাহার ইতি লিভারের সমস্যায় ভূগছিলেন। মঙ্গলবার দুপুরে হঠাৎ তার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। তার আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।