নবাবগঞ্জে ৪৭২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে কয়েকটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ এর সাংসদ সালমান ফজলুর রহমান সালমান এফ রহমান এমপি।
আজ শুক্রবার সারাদিনব্যাপী উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি। ভিত্তি প্রস্তর এর সময় তিনি বলেন,গায়ের জোরে,আন্দোলনে করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে সংবিধান অনুযায়ী নির্বাচন করে বিএনপি কে ক্ষমতায় আসতে হবে,জনগণের সাথে রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া গেলো ২৮ অক্টোবর ও ৩ নভেম্বর সরকার পতনে বিএনপি যে ডেটলাইন দিয়েছিল তা এখন জনগনের কাছে ভুয়া প্রমাণিত হয়েছে।
হরতাল অবরোধ জ্বালাও পোড়াও করে তারা এ দেশের অর্থনৈতিক ক্ষতি তো করছেই সেই সাথে নিজেদের গ্রহণ যোগ্যতাও হারাচ্ছেন তারা। বিএনপি না এলেও নির্বাচন হবে।
নবাবগঞ্জের অবহেলিত পশ্চিমাঞ্চলের ৫ টি ইউনিয়নের মানুষের কাঙ্খিত বান্দুরা-নয়নশ্রী সেতু নির্মাণ কাজের ভিত্তি ও উদ্বেোধন করেন সালমান এফ রহমান। উদ্বোধন শেষে বান্দুরায় তিনি জনসভা করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বান্দুরা সেতু নিমার্ণে গত নির্বাচনে ওয়াদা দেওয়া নির্মাণ কাজের আজ ভিত্তি প্রস্তর সম্মতি দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোহার নবাবগঞ্জ উপজেলা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
তাছাড়া শোল্লা হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন ও নবাবগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মতবিনিময় সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু,ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মতিউর রহমান শামীম,দোহার সার্কেলের এএসপি আশরাফুল আলম,কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুুতুল,নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মিজানুর রহমান ভূইয়া কিসমত,সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিকদার, বান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুজ্জামান সুবেদ,এস এম সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহীন খান,সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদার,উপজেলা আওয়ামী লীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ফয়েজ আল মাসুদ টুটুল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম মিথু,উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউসুফ হারুন টিপু সহ আরো অনেকে।
ঢাকা-১ এর সাংসদ সালমান এফ রহমান নবাবগঞ্জে প্রায় ৪৭২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেন। এরমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১০১ কোটি টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প এবং ৩৭১ কোটি টাকা ব্যয়ে নির্মিত কালীগঙ্গা নদীর বাঁধ নির্মাণ প্রকল্প ও রয়েছে।