দোহার (ঢাকা) প্রতিনিধি.
‘উন্নয়নের জন্য পরিবর্তন, উন্নয়ন হবে দৃশ্যমান, যার লক্ষ্য কর্মসংস্থান’। এই স্লোগানে ১৫ দফা ইশতেহার নিয়ে ঢাকা-১ আসনের ভোটের মাঠে প্রচারণার পাশাপাশি প্রতিশ্রুতি দিচ্ছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম।
শনিবার দুপুরে নবাবগঞ্জে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোটারদের উদ্দেশ্যে ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।
সালমা ইসলাম বলেন, আগের মেয়াদে ভাঙ্গন রক্ষায় যে বাঁধটি নির্মাণ করেছেন তা পরিপূর্ণ করবেন। আবারও নির্বাচিত হলে নদীর পাড় জুড়ে নির্মাণ করা হবে ক্ষুদ্র শিল্পকারখানা। যেখানে কাজ পাবেন তীরবর্তী ইউনিয়নগুলোর মানুষ। ঘরে ঘরে গ্যাস সংযোগের ঘোষণাসহ সুখী-সমৃদ্ধ ও আধুনিক নবাবগঞ্জ-দোহার বিনির্মাণের অঙ্গিকার করেন তিনি। যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ নানা প্রতিশ্রুতি দেন সালমা ইসলাম। সাংবাদিকদের মাধ্যমে ভোটারদের আগামী ৭ জানুয়ারি উৎসবমূখর আর শান্তিপূর্ণ ভোটের বিষয়ে আশ্বস্ত করেন তিনি।