দোহার (ঢাকা) প্রতিনিধি.
শেখ হাসিনার কারনে ছাত্র আন্দোলনে মানুষ নিহত ও আহত হয়েছে। তাই শেখ হাসিনা যে দেশেই থাকুক তাকে দেশে ফেরৎ এনে বাংলার মাটিতেই বিচার করা হবে, বলেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। শুক্রবার বিকেলে ঢাকার দোহারের বিলাশপুর এলাকায় গিয়ে সৌদিতে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে পুুুলিশের নির্যাতনের শিকার দোহারের আট যুবকদের খোঁজ নিতে গিয়ে তিনি একথা বলেন। আবু আশফাক আরও বলেন, ছাত্ররা আন্দোলন করে এদেশ স্বাধীন করেছে স্বাধীনতা ধরে রেখে দেশ নতুনভাবে বিনির্মাণ করতে হবে। এসময় তিনি নির্যাতিত যুবকদের সাথে কথা বলে তাদের পাশে থাকার অঙ্গিকার করেন। এর আগে নবাবগঞ্জের কয়েকটি ইউনিয়নে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেন খন্দকার আবু আশফাক।