নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহার উপজেলার বটিয়ায় অনারম্বর আয়োজনে দোহার ইসলামিক একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা ধরনের খেলায় অংশ নেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা জুনাইদ আল হাসান। তিনি বলেন, আধুনিক যুগে দোহার ইসলামিক একাডেমীতে বার্ষিক ক্রীড়ায় ব্যতিক্রম কিছু খেলার প্রদর্শনী করা হয়েছে যা শিশু শিক্ষার্থীদের মানষিক বিকাশ ঘটাবে। তিনি আরও বলেন, খেলা ও একাডেমীক শিক্ষার পাশাপাশি এখানে শিক্ষার্থীদের সুন্দর মানুষ হয়ে গড়ে উঠার শিক্ষা দেয়া হয়। খুব শীঘ্রই এই প্রতিযোগীতার পুরস্কার বিতরণের আয়োজন করা হবে বলে জানান মাওলানা জুনাইদ আল হাসান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।