দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
রাজধানীর কাঁচা পণ্যের চাহিদা পূরণের অন্যতম মানিকগঞ্জের ভাটবাউর বৃহত্তম কাঁচা ও পাকা মালের আড়তের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আগামী ১০ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন। জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলাধীন এই আড়ত থেকে রাজধানীর সাভার, আশুলিয়া, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, মিরপুর, শ্যাম বাজার, যাত্রাবাড়ী, তেজগাঁওসহ অন্যান্য পাইকারি বাজারে এই আড়ত থেকে পাকা ও কাঁচামালের সরবরাহ হয়ে থাকে। শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ডাব প্রতীকের সদস্য পদ প্রার্থী তুহিন দেওয়ানের নেতৃত্বে ব্যবসায়ীদের নিয়ে ভাটবাউর বৃহত্তম পাকা ও কাঁচামালের আরতে একটি শোভাযাত্রা ও নির্বাচনী প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করে তুহিন দেওয়ান বলেন সর্বদাই ব্যবসায়ীদের পাশে থেকেছি। আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও তাদের সমস্ত দাবি-দাওয়া পূরণ করে ভাটবাউর আড়তকে একটি মডেল আড়ত হিসাবে রূপান্তর করব। এ সময় বৃহত্তম ভাটবাউর পাকা ও কাঁচামাল আড়তের ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।