নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা.
ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে একজনকে কারাদণ্ড ও একজনকে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা কলাকোপা ইউনিয়নের মাধবপুর-সাহেবখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান আদালতে তাদের দন্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা কলাকোপা ইউনিয়নের মাধবপুর-সাহেবখালী এলাকায় মাটিকাটার সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। এরা হলেন দোহারের রাকিবুল হাসান (২৩) তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয় এবং নবাবগঞ্জের চুড়াইনের মো. মিহন (২৫) কে তিন দিনের কারাদন্ড দেওয়া হয়। এসময় অবৈধভাবে কৃষিজমির মাটিকাটা বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত ।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় । ঘটনাস্থল থেকে হাতেনাতে দু’জনকে আটক করে একজনে কারাদন্ড ও একজনকে অর্থদন্ড দেয়া হয়েছে । নবাবগঞ্জ কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে ।