দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঐতিহ্যবাহী দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রানার্স আপ দৌলতপুর উপজেলা প্রেসক্লাব।
রবিবার রাত ৮টায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান, দৌলতপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ আব্দুর রফিক।