দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের লটাখোলা এলাকায় সোবহানবাগ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ¦ায়ক খন্দকার শাহিন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে শাহিন খন্দকার বলেন, সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই প্রতিটি এলাকায় যুব সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও ভূমিকা রাখতে হবে। তাহলেই আমরা একটি সুন্দর সমাজ পাবো।
ডাঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এডভোকেট মনির হোসেন রানা, ফজলুল হক বেলায়েতী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল, কবির শেখ, বোরহান উদ্দিনসহ আরও অনেকে। খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।