নিজস্ব প্রতিবেদক.
ঢাকার নবাবগঞ্জের পূর্ব গোবিন্দপুর নবীন সংঘ আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় খেলার শুভ উদ্বোধন করেন চুড়াইন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ আশরাফ আহম্মেদ। খেলায় অংশগ্রহণ করেন ছাতিয়া আইডিয়াল ক্লাব বনাম কামারখোলা কিং বয়েজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুড়াইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ভিপি মাসুদ, ঢাকা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম ইমরান হোসেন, ঢাকা জেলা যুবদল নেতা মাসুদ দেওয়ান জিলু, চুড়াইন ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদ হোসেন ভূঁইয়া তাপস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কামারখোলা কিং বয়েস টসে জয় লাভ করে নির্ধারিত ১২ ওভারের ৬ উইকেট ১৪৪ রান সংগ্রহ করেন। জবাবে ছাতিয়া আইডিয়াল ক্লাব ১৪৫ রানের লক্ষ্যে তারা ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেটে ১৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১২ রানের জয় তুলে নেন কামারখোলা কিং বয়েস। পরে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।