দোহার (ঢাকা) প্রতিনিধি.
বর্তমান সরকারের নিরপেক্ষতা নষ্ট হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে দুরত্ব তৈরি হবে বলেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্রমঞ্চের শীর্ষ নেতা সাইফুল হক। রোববার বিকেলে ঢাকার দোহারের লটাখোলা এলাকায় দলটির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি সাইফুল হক বলেন, নির্দিষ্ট কাউকে সুবিধা দিলে সরকার তার আস্থা হারাবেন। এসময় কোন উষ্কানীতে পা না দেয়ার আহ্বান জানান তিনি।
দেশের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান অন্যান্য বক্তারা।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজনৈতিক পরিষদের সদস্য বনহী শিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, আজহারুল হকসহ আরও অনেকে।