দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের পক্ষে জামিন শুনানি করার অভিযোগে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মেজবাউল হকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টায় মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ওই আইনজীবীর অপসারনসহ চার দফা দাবিতে বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া সাগর, রবিন হোসেন, মো, অনিক, লিটন মোল্লা ও জুয়েল প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ লিয়াকত হোসেন মোল্লার আদালতে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে দৌলতপুর থানায় দায়েরকৃত মামলার ১২৯ জন আসামীর মধ্যে ৬ জন আত্মসমর্পণ করে। এ সময় বিজ্ঞ আদালত দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আজিজুল হক, ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনকে জামিন প্রদান করেন। এই মামলায় মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা বিএনপি’র সহ-সভাপতি মেজবাউল হক জামিন শুনানিতে অংশগ্রহণ করেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং মানিকগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান বলেন, এখনো রক্তের দাগ মুছে যায়নি। কিভাবে বিএনপি’র একজন সিনিয়র নেতা হিসেবে আওয়ামী লীগ নেতাদের জামিনে সহায়তা করেন তা আমার বোধগম্য নয়। আমি মানিকগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে এডভোকেট মেজবাউল হক বলেন, আমি মানবিক কারণে আসামিদের পক্ষে দাঁড়িয়েছিলাম।