নিজস্ব প্রতিবেদক.
যেকোনো প্রতিকূল পরিবেশে নেতাকর্মীদের পাশে থেকে কাজ করে যেতে চাই বললেন ব্যারিস্টার মেহনাজ মান্নান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে আল-হেলাল স্পেশালাইজ্ড হাসপাতালে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন গত ১৬ বছর আমরা কথা বলতে পারিনি। নেতাকর্মীরা পালিয়ে বেড়িয়েছে, আওয়ামীলীগের মামলা ও অত্যাচারের ভয়ে। এখন স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারে। মেহনাজ মান্নান আরও বলেন, আমার ত্যাগী নেতাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো। এসময় তিনি শাহিন মাহমুদের শারীরিক খোঁজ খবর নেন।
গত ২৯ জানুয়ারি শরীলের বেশ কিছু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন শাহিন মাহমুদ। তিনি বলেন, আমি সব সময় মানুষের পাশে ছিলাম আগামীতেও থাকবো। এসময় সকলের কাছে সুস্থতা কামনায় দোয়া চান খন্দকার শাহিন মাহমুদ।
সাক্ষাৎকালে ব্যারিস্টার মেহনাজ মান্নানের সাথে আরও উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক খালেকুজ্জামান জুয়েল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি তপন মোল্লা, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রাকিবুজ্জামান রাকিব, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা হুমায়ুন করির, এ্যাডভোকেট সুমন মৃধা প্রমুখ।