দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিস করার অভিযোগ পাওয়া গেছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মুহাম্মদ আশরাফ হোসেনের বিরুদ্ধে। জানা গেছে, মঙ্গলবার সকালে কয়েকজন রোগী ইকো পরীক্ষা করাতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ইকো ডাক্তার না পেয়ে দালাল চক্রের ফাঁদে পরে। দালালদের কথামতো ভুক্তভোগী রোগীরা হাসপাতাল সংলগ্ন সুরক্ষা ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে ডাক্তার আশরাফকে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকতে দেখা যায়। ভুক্তভোগী সাহেরা ও আমজাদ জানান, সরকারিভাবে চিকিৎসা ও পরিক্ষা করাতে পারলে আমাদের উপকার হতো। কিন্তু চেষ্টা করেও সেখানে করতে পারলাম না। দুপুর সাড়ে ১২টার সময় সরকারি ডাক্তার আশরাফকে দিয়ে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার থেকে আমরা ইকো পরিক্ষা করিয়েছি। এতে আমাদের অনেক বেশি খরচ হলো। এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আপনি ভুল দেখেছেন আমি ওখানে যাইনি। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এটিএম সোলায়মান হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযুক্ত ডাক্তারের সাথে কথা বলে বিস্তারিত জানাতে পারব।