নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহার ও নবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত প্যাডে এ তালিকা প্রকাশ করা হয়।
এরমধ্যে দোহার উপজেলার কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. রনি দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.আরমান হোসাইন সেতু। নবাবগঞ্জ উপজেলায় আহ্বায়ক শাকিল আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মুসাব্বিরুল আলমসহ দুই উপজেলার মোট ৩৯৪ জনের তালিকা প্রকাশিত হয়। আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।