নিজস্ব প্রতিবেদক.
অদ্য রাতে ১২.৪০ ঘটিকায় ঢাকা জেলার দোহার উপজেলাধীন বিলাশপুর ইউনিয়নে কুতুবপুর গ্রামে আওয়ামীলীগের ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ হযরত মোল্লা (৭৫), পিতা- মৃত হাকিম মোল্লা, সাং- কুতুবপুর, থানা- দোহার, জেলা- ঢাকা’কে দোহার থানা পুলিশ গ্রেফতার করতে গেলে আসামীর আত্মীয় স্বজন এলাকায় ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ভুয়া সংবাদ ঘোষণা করতে থাকে। পরবর্তীতে উক্ত ঘোষণার সংবাদ পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের মসজিদেও সংবাদটি প্রচার করা হয়। যার ফলে জনমনে আতংকের সৃষ্টি হয়। ঘটনাস্থল হতে মোঃ হযরত মোল্লা ও কুতুবপুর মোহাম্মাদিয়া জামে মসজিদের ইমাম মোঃ মোজাম্মেল হক (৩৫), পিতাঃ আবু আনসার সাং মাতবারেরডাঙ্গে, জেলা ফরদিপুর ‘কে দোহার থানা পুলিশ গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে আসেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেন দোহার থানা ওসি রেজাউল করিম।