দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরতর আহত হয় নারগিস আক্তার (৩৭), তার শ্বশুর চমক আলী (৬৫) ও শাশুড়ি করিমন বেগম (৫৫)। নার্গিসের মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তারা মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একই গ্রামের বাদশা, বাচ্চু, আশরাফুল, আউসি, সুমি, সোহান, আমেনাসহ ৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনের নামে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারগিস আক্তার। ভুক্তভোগী নারগিস আক্তার জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী বাদশার পরিবারের সঙ্গে তাদের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ১৮ ফেব্রুয়ারি দুপুরে বাদশা ও তার সহযোগীরা আমাদের বাড়িতে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। মারধরের একপর্যায়ে তারা আমার এবং শাশুড়ীর গলায় থাকা দু’টি স্বর্ণের চেইন এবং ঘরের সুকেস থেকে ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তারা প্রভাবশালী হওয়ায় বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি-ধামকি দিচ্ছে। থানা পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এর কাছে এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি কলটি কেটে দেন। পরে একাধিকবার তার সরকারি মোবাইল নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বক্তব্য চেয়ে টেক্সট করলেও তিনি কোন সাড়া দেননি।